স্বর্ণসহ গ্রেপ্তার রোস্তম আলী ২ দিনের রিমান্ডে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/04/29/cmm.jpg)
ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ফাইল ছবি এনটিভির
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কেজি স্বর্ণসহ গ্রেপ্তার হওয়া রোস্তম আলীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার (২৯ এপ্রিল) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে আজ রোস্তম আলীকে আদালতে হাজির করা হয়। এসময় আসামির ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শ আজিজুর তালুকদার। পরে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় রোস্তম আলীকে বিমানবন্দর থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬৯৬ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের বার জব্দ করা হয়। এ ছাড়া ৩৪০ গ্রাম ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
এ ঘটনায় রোস্তমের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। পরে সেই মামলায় রোস্তম আলীকে গ্রেপ্তার দেখানো হয়।