খাগড়াছড়িতে পাহাড় কাটার সময় স্কেভেটর উল্টে চালকের মৃত্যু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/05/21/khaagrraachrri_paahaar_kaattaa.jpg)
খাগড়াছড়ির রামগড়ে রাতের আঁধারে পাহাড় কাটার সময় স্কেভেটর মেশিন উল্টে চালকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ মে) রাত পৌনে বারোটার দিকে উপজেলার পাতাছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান (৩০) নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কবিরহাটের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল লতিফের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র রাতের আঁধারে পাহাড় কাটে। এর আগেও বালু উত্তোলনের অভিযোগে তার স্কেভেটর ও বালু জব্দ করা হয়েছিল।
মৃত্যুর খবর নিশ্চিত করে রামগড় থানার উপ-পরিদর্শক কাজী মোহাম্মদ জাকারিয়া জানান, সংবাদ পেয়েই রামগড় থানার পরিদর্শক (তদন্ত) ফখরুল ইসলামের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। স্কেভেটর মেশিনটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে রামগড় থানায় নিয়ে আসা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও কালাডেবা এলাকার সম্প্রুপাড়ায় মিজানুর রহমান নামের আরেক ব্যক্তি পাহাড় কাটার সময় পাহাড় ধসে নিহত হয়।