লক্ষ্মীপুরে ভিজিএফের চাল পেল পাঁচ হাজার পরিবার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/06/23/lakhsmipur-rice_0.jpg)
লক্ষ্মীপুরে পাঁচ হাজার পরিবারের মধ্যে চাল বিতরণ করছেন পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। ছবি : এনটিভি
লক্ষ্মীপুরে ঈদকে সামনে রেখে পাঁচ হাজার অসহায় পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (২৩ জুন) সকালে এ উপলক্ষে লক্ষ্মীপুর পৌর শহরের হ্যাপি সিনেমা হলের সামনে এক আলোচনা সভার পর চাল বিতরণ করা হয়।
এদিন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া চাল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সদস্য সচিব বেলাল হোসেন ক্বারী, যুগ্ম আহ্বায়ক আবু ছিদ্দিক মুন্না ও যুবলীগ নেতা শাহাদাত হোসেন সুজন প্রমুখ।
লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বলেন, ‘সামনে ঈদুল আজহা। ঈদে অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাল বরাদ্দ দিয়েছেন। পৌরসভার পাঁচ হাজার পরিবারের মধ্যে চাল বিতরণ করা হচ্ছে।’