সামাজিক ব্যাধি প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সভা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/07/25/hili-news-pic.jpg)
দিনাজপুরে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জেলা পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে জেলার বিরামপুর সরকারি কলেজে এ সচেতনতামূলক সভা হয়।
সচেতনতামূলক সভায় প্রধান অতিথি পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ বলেন, ‘জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ সামাজিক ব্যাধি। সমাজ থেকে এসব ব্যাধি দূর করতে শিক্ষার্থী ও পুলিশকে একসঙ্গে কাজ করতে হবে। শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ।’
কলেজের অধ্যক্ষ অদ্বৈত্য কুমারের সভাপতিত্বে এবং শিক্ষক পরিষদের সম্পাদক এ এস এম আলমগীরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিরামপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মুরাদ হোসেন, বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মনজুরুল ইসলাম, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার গোলাম মোর্শেদ, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার এবং আকার্বিক সুপারভাইজার আব্দুস সালাম।
মতবিনিময় সভা শেষে পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ কলেজ চত্বরে বৃক্ষরোপণ করেন।