পুলিশ-বিএনপি সংঘর্ষে উত্তরা থেকে বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/07/29/aabdullaahpur.jpg)
রাজধানীর আব্দুল্লাহপুরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করছে বিএনপির নেতাকর্মীরা। ছবি : এনটিভি
রাজধানীর উত্তরায় বিএনএস সেন্টারের সামনে বিএনপি-পুলিশের সংঘর্ষের জেরে বিমানবন্দর থেকে আব্দুল্লাহপুরমুখী যান চলাচল বন্ধ হয়ে গেছে। আজ শনিবার (২৯ জুলাই) বেলা ১১টার দিকে বিএনপির নেতাকর্মীরা উত্তরায় জড়ো হতে থাকেন। এ সময় পুলিশ নেতাকর্মীদের বাধা দেয় ও তাদের ওপর টিয়ারশেল নিক্ষেপ করে। এতে করে বিমানবন্দর থেকে আব্দুল্লাহপুরমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিএনপিকর্মীরা বলেন, ‘আমরা সড়ক অবরোধ করব না। সড়কের একপাশে অবস্থান কর্মসূচি পালন করব। তারপরও পুলিশ আমাদের নেতাকর্মীদের বাধা দেয় ও টিয়ারশেল নিক্ষেপ করে।’