দেশে এলো ইউরেনিয়ামের প্রথম চালান
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/09/28/rooppur.jpg)
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানির (ইউরেনিয়াম) প্রথম চালান দেশে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাশিয়া থেকে দেশে আসে ইউরেনিয়ামের প্রথম চালানটি।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক শৌকত আকবর ইউরেনিয়াম আসার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
শৌকত আকবর জানান, রাশিয়ার ফুয়েল (ইউরেনিয়াম) ম্যানুফ্যাকচারিং প্লান্টে রূপপুরের জ্বালানি প্রস্তুত করা হয়। আন্তর্জাতিক সব বিধি অনুসরণ করে প্রথম ব্যাচের ইউরেনিয়ামের চালান দেশে আনা হয়েছে।
দেশের সর্ববৃহৎ প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রাশিয়ার অর্থায়ন, ডিজাইন ও কারিগরি সহায়তায় ভিভিআর-১২০০ মডেলের দুটি পারমাণবিক চুল্লি স্থাপন করা হচ্ছে। এ দুটি ইউনিটের মাধ্যমে দুই হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে।