ডেমরায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/10/02/demra.jpg)
অপরাজনীতি ও দেশবিরোধী যড়ষন্ত্রের প্রতিবাদ এবং সরকারের উন্নয়নমুলক কর্মকাণ্ড তুলে ধরে রাজধানীর ডেমরার কোনাপাড়ায় শান্তি সমাবেশ ও শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। আজ সোমবার (২ অক্টোবর) অনুষ্ঠিত হয় এই সমাবেশ।
সমাবেশ শেষে কয়েক হাজার নেতাকর্মীর একটি শোভাযাত্রা বিভিন্ন এলাকা পদক্ষিণ করে। এ সময় পদ্মাসেতু-মেট্টোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে, হানিফ ফ্লাইওভার, তেজগাঁও-মগবাজার-মালিবাগ ফ্লাইওভার, কমলাপুর-শাহজাহানপুর ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়।
সমাবেশে বক্তব্য দেন ঢাকা-৫ আসনের প্রয়াত সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার বড় ছেলে ও ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হলে আওয়ামী লীগ, মহিলা আওয়ামী ও যুব মহিলা লীগকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে।’ আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র্র ক্ষমতায় রাখতে নৌকা প্রতিকের জন্য ভোট প্রার্থনার বিকল্প নেই বলে জানান তিনি।
ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সহসভাপতি সালমা জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রোকসানা আক্তারের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বাংলাদেশ যুব মহিলা লীগের সহসভাপতি নাজমা বেগম রত্মা,ঢাকা মহান দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহানারা আক্তার, সংরক্ষিত মহিলা কাউন্সিল সাহিদা আকতার, ফারহানা ইয়াসমিন কোয়াশা, সেলিনা আক্তার, ডেমরা থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাহিদা সুলতানা ও সাধারণ সম্পাদক নিলুফা ইয়াসমিন লাকী, যাত্রাবাড়ি থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা জাহিদ ও সাধারণ সম্পাদক মাহফুজা মনির, ডেমরা থানা মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হামিদা আকতার, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাহফুজা আক্তার হিমেল, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিম, ৬৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. সোহেল খান প্রমুখ।