প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন পর্যবেক্ষক দলের বৈঠক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/10/11/maarkin_prtinidhi.jpg)
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ঢাকা সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধি দল। আজ বুধবার (১১ অক্টোবর) রাত ৯টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ঘণ্টাব্যাপী এই বৈঠক শুরু হয়।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করবেন বলে জানা গেছে।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব পরিস্থিতি যাচাই করতে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনি পর্যবেক্ষক দলের সাত সদস্যের প্রতিনিধি দলটি গত ৭ অক্টোবর সন্ধ্যায় বাংলাদেশে আসে।
এর আগে গত দুই দিনে বিএনপি, আওয়ামী লীগসহ বিভিন্ন দল, নির্বাচন কমিশনসহ বিভিন্ন সংস্থা ও ব্যক্তির সঙ্গে বৈঠক করেছে তারা। আজ সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হক ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গেও বৈঠক এ মার্কিন প্রতিনিধি দলটি। এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, মন্ত্রী ও সুশীল সমাজের সঙ্গে বৈঠক করেছে তারা। নির্বাচনের পরিবেশসহ নানা বিষয় নিয়ে বৈঠক ও আলোচনা করছে প্রতিনিধি দলটি।