হাইকোর্ট মোড়ে ছুরিকাঘাতে যুবলীগকর্মী আহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/10/28/dmc_3.jpg)
রাজধানীর হাইকোর্ট মোড়ে ছুরিকাঘাতে সুজন (২৫) নামে এক যুবলীগকর্মী আহত হয়েছেন। এছাড়া, মগবাজারে বৈশাখী পরিবহণে বাসে হামলায় নাসির (২৭) নামে এক যুবক আহত হয়েছেন।
আজ শনিবার (২৮ অক্টোবর) দুপুর পৌনে ১২টায় আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, মগবাজার ও হাইকোর্ট মোড় থেকে আহত হয়ে দুজন আমাদের এখানে এসেছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তবে আহত দুজনের সঙ্গে আসা ব্যক্তিদের কথা বিভিন্ন ধরনের মনে হচ্ছে। আমাদের কাছে মনে হয়েছে, তারা সঠিক তথ্য দিচ্ছেন না।
যুবলীগকর্মী সুজনকে হাসপাতালে নিয়ে আসা মো. সোহেল বলেন, বনানী এলাকা আওয়ামী লীগের মিছিলে যেতে আমরা হাইকোর্ট মোড়ে আসি। সেখান থেকে ব্যানার নিয়ে বায়তুল মোকাররমে যাওয়ার সময় বিএনপি কর্মীরা হামলা চালায়। হাতে ব্যানার থাকায় তারা হকিস্টিক দিয়ে সুজনের মাথায় ও বুকে ছুরি দিয়ে আঘাত করে। এতে সুজন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।
অন্যদিকে, নাসিরকে হাসপাতালে নিয়ে আসা মুক্তার হোসেন বলেন, আমরা বৈশাখী পরিবহণের বাসে করে যাচ্ছিলাম। মগবাজার মোড়ে এলে অতর্কিতভাবে বাসে হামলা চালানো হয় এবং নাসিরকে মারধর করে। পরে তাকে উদ্ধার করে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তবে কে বা কারা হামলা চালিয়েছে সে বিষয়টি বলতে পারছি না।