সিরাজগঞ্জে গম বোঝাই ট্রাকে আগুন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/10/31/sirajganj-fire-pic.jpg)
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কে গম বোঝাই ট্রাকে আগুন। ছবি : এনটিভি
সিরাজগঞ্জের রায়গঞ্জে গম বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুবৃত্তরা। আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ষোল মাইল এলাকায় এই ঘটনা ঘটে।
খবর পেয়ে রায়গঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
রায়গঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আশিকুর রহমান বলেন, ঢাকা থেকে গম বোঝাই একটি ট্রাক নওগাঁর দিকে যাচ্ছিল। রাত সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ষোল মাইল এলাকায় পৌঁছালে দুবৃত্তরা তাতে আগুন দেয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।