এলাকাবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ, ড্যাফোডিল ইউনিভার্সিটি বন্ধ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/11/06/dafodil.jpg)
শিক্ষার্থী হত্যাকাণ্ডের প্রতিবাদে এলাকাবাসীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের জেরে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে সাভারের আশুলিয়ায় বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সকল ধরনের একাডেমিক কার্যক্রম।
বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ বিভাগের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. আনোয়ার হাবীব এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্প্রতি স্থানীয় কয়েকজন যুবকের মারধরে নিহত হন বিশ্ববিদ্যালয়টির বস্ত্র প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. হাসিবুল ইসলাম শান্ত।
হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে রোববার ক্যাম্পাস-সংলগ্ন সড়কে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা চানগাঁও এলাকার রাস্তা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন।
এতে ক্ষুব্ধ হন স্থানীয়রা। মসজিদে মাইকিং করে তারা প্রতিরোধের আহ্বান জানালে উভয় পক্ষের মুখোমুখি অবস্থানে সংঘর্ষে ও ধাওয়া পাল্টা ধাওয়ার আহত হয় শিক্ষার্থীসহ বেশ কয়েকজন। এমন পরিস্থিতিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সকল ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।