জাপায় রংপুর-৩ ও ঢাকা-১৭ থেকে লড়বেন জি এম কাদের
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/11/27/japa_1.jpg)
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির হয়ে রংপুর-৩ ও ঢাকা-১৭ আসনে জাপায় লড়বেন জি এম কাদের। আজ সোমবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টা ৪০ মিনিটের দিকে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয় মিলনায়তনে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা শুরু করেন।
একপর্যায়ে রংপুর-৩ আসনে নাম ঘোষণায় জানা যায়, এ আসনে দল থেকে জাতীয় পার্টির হয়ে নির্বাচনে লড়বেন দলের চেয়ারম্যান বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। তিনি ঢাকা-১৭ ও রংপুর-৩ আসন থেকে মনোনয়নপত্র কিনেছিলেন।
রংপুর-৩ আসনে বর্তমানে জাতীয় পার্টির সংসদ সদস্য হিসেবে রয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ।
এ বিষয়ে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু গণমাধ্যমে বলেন, আমাদের প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ, তার ছেলে সাদ এরশাদ এবং ডা. কে আর ইসলাম যদি নির্বাচন করেন আমরা মনোনয়ন ফরম দেব, তাদের স্বাগত জানাব। আমরা চাই বেগম রওশন এরশাদ যেন নির্বাচনে আসেন। আমরা তাকে সব ধরনের সাহায্য-সহযোগিতা করব।