বিটিআরসির নতুন চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/12/11/un-titled-1.jpg)
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ। ছবি : বিটিআরসি
প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেয়েছেন। আজ সোমবার (১১ ডিসেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এক প্রজ্ঞাপণে তাকে নিয়োগ দেওয়া হয়।
যুগ্ম সচিব ড. আশরাফুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপন বলছে, বাংলাদেশ টেলিযোগাযোগ আইন-২০০১-এর ধারা ৭ এবং ৯ এর বিধান অনুযায়ী প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদকে বর্তমান চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে তার চুক্তির দ্বিতীয় মেয়াদের অবশিষ্টকাল, অর্থাৎ চলতি বছরের ১৪ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ২৯ মে পর্যন্ত বিটিআরসির চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো।
জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে উল্লেখ করে আরও বলা হয়েছে, এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।