জামালপুরে শীতার্তদের মাঝে এনটিভির কম্বল বিতরণ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/12/12/jamalpur-pic-3.jpg)
জামালপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শীতের শুরুতেই এনটিভি পরিবারের পক্ষ থেকে সমাজের অসহায় ও দরিদ্রদের জন্য এই সহায়তা প্রদান করা হয়। শীতের তীব্রতা থেকে রক্ষার্থে এনটিভির এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপস্থিত সকলেই।
বিস্তীর্ণ চরাঞ্চল বেষ্টিত জামালপুরে প্রাকৃতিক কারণেই শীতের তীব্রতা একটু বেশি অনুভূত হয়। এ ছাড়া আর্থসামাজিকভাবে অনুন্নত ও পিছিয়ে পড়া এই জেলায় অসহায় ও দরিদ্র মানুষের সংখ্যাও কম নয়। তাই অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণের উদ্যোগ নেয় এনটিভি পরিবার।
জামালপুরের বগাবাইদ এলাকায় আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে এনটিভির উদ্যোগে আয়োজন করা হয় কম্বল বিতরণ অনুষ্ঠানের। বগাবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, জামালপুর জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইউসুফ আলী, বগাবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বাদশাহ, স্থানীয় সমাজসেবক আনসার আলী, বাকিবিল্লাহ খান, আনোয়ার হোসেন, সাংবাদিক তানভীর আজাদ মামুন, খন্দকার রাজু আহমেদ ফুয়াদ, এনটিভির জামালপুর জেলা প্রতিনিধি আসমাউল আসিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন।
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2023/12/12/jamalpur-pic-1.jpg)
এ সময় বক্তারা শীতের তীব্রতা থেকে রক্ষায় সুবিধাবঞ্চিতদের জন্য এনটিভির এই মানবিক সহায়তাকে স্বাগত জানিয়ে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি ভালোবাসার উষ্ণতা ছড়াতে এনটিভি প্রতি বছরই এই ধরনের আয়োজন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
পরে এনটিভির পক্ষ থেকে ২০০ শীতার্ত অসহায় ও দরিদ্র নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতের কষ্ট থেকে পরিত্রাণ পেতে কম্বল পেয়ে এনটিভির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান উপকারভোগীরা।