সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে ষড়যন্ত্র সহ্য করা হবে না : যুবদলনেতা মিল্টন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/12/25/new_project_3.jpg)
গাজীপুরে মোহনগঞ্জ এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনায় যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্যকে দুরভিসন্ধিমূলক দুর্বল স্ক্রিপ্ট বলে দাবি করছে যুবদল। পাশাপাশি যুবদল সভাপতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না বলে জানিয়েছে তারা।
আজ সোমবার (২৫ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন বলেন, ২৮ অক্টোবর সরকার ও পুলিশ বাহিনী লাখো মানুষের সমাবেশে যে হামলা চালিয়েছিল তা আজও অব্যাহত আছে। সব গণতান্ত্রিক দেশ ও প্রতিষ্ঠানের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জবরদস্তিমূলক একতরফা নির্বাচনে করে যে কোনোভাবে ক্ষমতায় টিকে থাকতে চায় সরকার। তারা দেশটাকে মিয়ানমারের অবস্থায় নিয়ে যেতে চায়। দেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়।
যুবদলের এই নেতা আরও বলেন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে লড়াইরত সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। দেশের যুব সমাজ আজ নেতৃত্ব হাতে তুলে নিয়েছে, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এ লড়াই অব্যাহত থাকবে। সাবধান হন, ষড়যন্ত্র বন্ধ করেন, অন্যথায় মানবতাবিরোধী অপরাধে বিচারের মুখোমুখি হতে হবে।