শেখ হাসিনাকে টেলিফোনে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/01/08/pm-modi.jpg)
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টায় তিনি আওয়ামী লীগের সভাপতিকে অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস গণমাধ্যমকে বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী সন্ধ্যা পৌনে ৭টায় আমাদের প্রধানমন্ত্রীকে ফোন করে, তার বিজয়ে অভিনন্দন জানিয়েছেন।’ তিনি বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী সফলভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান।’
মোদি বলেছেন, তার দেশ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ভারতের অংশীদারিত্ব আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীও অভিনন্দন জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
ইমরুল কায়েস জানান, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, তার সরকার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে সব সময় দৃঢ়প্রতিজ্ঞ।
টেলিফোন কথোপকথনের পর নরেন্দ্র মোদি তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি এবং সংসদ নির্বাচনে টানা চতুর্থবারের মতো ঐতিহাসিক বিজয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছি। আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের স্থায়ী ও জনকেন্দ্রিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
টুইটে ভারতের প্রধানমন্ত্রী নির্বাচন সফলভাবে পরিচালনার জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান।