আমরা যেন ভারত-চীনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের শিকার না হই : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গারা বাংলাদেশের ওপর একটি বিরাট চাপ। এ চাপ সামলানো আমাদের জন্য এখন কঠিন হয়ে পড়ছে। চীনের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক অত্যন্ত ভালো। রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনের সহযোগিতা অনেক বেশি প্রয়োজন। ভূরাজনৈতিক কারণে ভারতের সঙ্গে চীনের ‘ইন্টারেস্ট অব কনফ্লিক্ট’ রয়েছে। আমরা যেন তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের শিকার না হই।
আজ রোববার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা বলেন।
এর আগে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সচিবালয়ে নিজ দপ্তরে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। এদিকে সচিবালয়ে পরিবেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। ওই বৈঠক শেষে পিটার হাস গত ৭ জানুয়ারির নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি বলে মন্তব্য করেছেন।
এ বিষয়ে ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলে, ‘এখন সময়টা ভালো নয়। আমরা কারো সঙ্গে গায়ে পড়ে ঝগড়া করতে চাই না। উন্নয়নের জন্য আমাদের সবাইকে দরকার।’