স্বাধীনতা দিবসে কুয়েতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/03/28/photo-1459172821.jpg)
কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে গতকাল রোববার কুয়েতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি
বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে কুয়েতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুরআন প্রশিক্ষণ কেন্দ্র সাফাত অঞ্চল শাখার উদ্যোগে গতকাল রোববার কুয়েতের রাজধানী কুয়েত সিটির একটি হোটেলে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফেজ খুরশিদ আলম। প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েতের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অহিদুর রহমান। শফিউল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানের বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে কুরআন ও হাদিসের আলোকে আলোচনা করেন। কুয়েত প্রবাসী বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও প্রবাসীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশের শান্তি কামনা ও শহীদদের জন্য বিশেষ দোয়া করা হয়।