ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের মৃত্যু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/02/18/brahmanbaria_news_pic.jpg)
২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের উপপরিচালক ও তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে তিনি মারা যান।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. ফায়েজুর রহমান ফয়েজ এ তথ্য জানান।
আরএমও বলেন, দীর্ঘদিন ধরে ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ডায়াবেটিক, উচ্চ রক্তচাপে ও হার্টের বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। দুপুরে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের নিজ কক্ষে অসুস্থতা অনুভব করেন। তখন দ্রুত হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তিনি হার্ট অ্যাটাক করেছেন বলে জানা যায়। পরে তাঁকে ঢাকা নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু তার আগেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে শহরের কুমারশীল মোড়ে আইসিও স্প্যাশালাইজড হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। তবে বিকেল পৌনে ৩টায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের বাসিন্দা। তিনি ২১তম বিসিএস ক্যাডারে নিয়োগপ্রাপ্ত। ২০২১ সালের ২৩ জুন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক পদে নিযুক্ত হন।