জিম্মি জাহাজে খাদ্য সংকট নেই : পররাষ্ট্রমন্ত্রী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/03/28/prraassttrmntrii.jpg)
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সোমালিয়ায় জিম্মিদের হাতে আটক জাহাজে এমভি আবদুল্লাহতে খাদ্য সংকট নেই। আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মতবিনিময়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। মন্ত্রী আরও বলেন, এর আগে তিন মাস ধরে জলদস্যুদের কবলে থাকা অন্য জাহাজেও খাদ্য সংকট ছিল না, এখানেও নেই।
নাবিক ও জাহাজ উদ্ধারে নানামুখী তৎপরতা ও যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানান মন্ত্রী। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সোমালি জলদস্যুদের কবল থেকে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকদের নিরাপদে উদ্ধার ও জাহজকে মুক্ত করাই আমাদের মূল উদ্দেশ্য।
ড. হাছান বলেন, ‘জাহাজ সম্পর্কে শুধু এটুকু বলতে চাই, নাবিকদের মুক্ত করার জন্য আমরা তাদের সঙ্গে যোগাযোগে আছি। আমরা নানামুখী তৎপরতা চালাচ্ছি এবং আমাদের উদ্দেশ হচ্ছে নাবিকদের নিরাপদে উদ্ধার করা এবং জাহাজ উদ্ধার করা। আমরা অনেক দূর এগিয়েছি।’