সাপ্তাহিক অপরাধ বিচিত্রার সম্পাদক ও রিপোর্টারের কারাদণ্ড
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/05/26/ddhaakaar_saaibaar_ttraaibyunaaler.jpg)
ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় সাপ্তাহিক অপরাধ বিচিত্রার সম্পাদক এস এম মোরশেদ ও পত্রিকার সিনিয়র রিপোর্টার এজাজ রহমানকে অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার (২৬ মে) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালত এ রায় দেন। বিচারক রায়ে এসএম মোরশেদকে দুই লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড ও এজাজ রহমানকে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন এবং অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
আদালতের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া এ বিষয়টি জানিয়েছেন। এদিন রায় ঘোষণার আগে আসামিরা আদালতে হাজির হন। অর্থদণ্ড পরিশোধ করবেন জানিয়ে তারা এক মাস সময় আবেদন করেন। আদালত তাদের আবেদন মঞ্জুর করেন।
নথি থেকে জানা গেছে, ইসলামি ব্যাংকের কর্মকর্তা মনিরুজ্জামানকে নিয়ে সাপ্তাহিক অপরাধ বিচিত্রায় অর্থ আত্মসাতকারী, নারী ও মাদকাসক্ত, নারী পাচারকারী, দুর্নীতিবাজ, ক্ষমতার অপব্যবহারী’ অভিযোগ তুলে ২০২০ সালের অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে কয়েকটি প্রতিবেদন প্রকাশ করে। এসএম মোরশেদ ২০২০ সালের ১২ ডিসেম্বর তার ফেসবুক আইডি থেকে সংবাদের স্ক্রিনশট আকারে বিভিন্ন মানুষের ব্যক্তিগত ফেসবুক আইডিতে শেয়ার করেন। এ অভিযোগে ২০২১ সালের ১৮ জানুয়ারি সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন মনিরুজ্জামান। আদালত মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।
২০২২ সালের ৩০ মার্চ মামলার অভিযোগের বিষয়ে তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা সিআইডির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন্সের উপ-পরিদর্শক মো. শাহজালাল আদালতে দুজনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে প্রতিবেদন দাখিল করেন। ওই বছরের ১৩ নভেম্বর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। মামলাটির বিচার চলাকালীন সময়ে আদালত ৫ জন সাক্ষীর মধ্যে তিনজনের সাক্ষ্যগ্রহণ করেন।