এমপি আনারকে হত্যার উদ্দেশ্য এখনও জানা যায়নি : ডিএমপি কমিশনার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/05/29/dmp_habibur_rahman_dmp.jpg)
সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার মূল পরিকল্পনাকারী বিদেশে অবস্থান করায় হত্যার মূল উদ্দেশ্য এখনও জানা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান।
আজ বুধবার (২৯ মে) ডিএমপি সদর দপ্তরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘এমপি আনার হত্যার পেছনে উদ্দেশ্য কী- এটি বাংলাদেশ পুলিশ বা ভারতীয় পুলিশ এখন পর্যন্ত বের করতে করতে পারেনি।’
তবে পুলিশ কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে হত্যাকাণ্ডের মূল হোতাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করবে বলেও জানান তিনি। হত্যাকাণ্ডের মূলহোতা গ্রেপ্তার হলেই উদ্দেশ্য জানা যাবে বলে জানান ডিএমপি কমিশনার।
হাবিবুর রহমান বলেন, এমপি আনোয়ারুল হত্যা মামলার প্রধান আসামি আক্তারুজ্জামান শাহীন এখন যুক্তরাষ্ট্রে এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে কোনো বহিঃসমর্পণ চুক্তি নেই। তবে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করবে।
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার উদ্দেশ্যে গত ১১ মে কলকাতায় যান। ১৪ মে থেকে তিনি নিখোঁজ হন। গত ২২ মে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, কলকাতার অদূরে নিউ টাউনের একটি ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ২২ মে একটি মামলা দায়ের করা হয়।