নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/06/05/mgi.jpg)
মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের জনপ্রিয় ব্র্যান্ড নাম্বার ওয়ানের সৌজন্যে গতকাল সোমবার (৩ জুন) রাজধানীর এক অভিজাত হোটেলে নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা ২০২৪ অনুষ্ঠিত হয়। জমকালো অনুষ্ঠানে সারা বাংলাদেশের যে সকল প্রান্তিক চা দোকানিদের সন্তানেরা মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে, তাদের ও তাদের গর্বিত পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে ৫০ জন শিক্ষার্থী ও তাদের বাবা-মা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চিফ অ্যাকাউন্ট অফিসার মোহাম্মদ রহমতুল্লাহ খন্দকার বলেন, প্রতিটি সন্তানের সফলতার পেছনে রয়েছে বাবা ও মায়ের অনেক ত্যাগ ও সংগ্রাম। আমরা সেই সব বাবা-মায়ের সন্তানদের জন্যে এই সংবর্ধনা আয়োজন করতে পেরে আমরা গর্বিত। নাম্বার ওয়ান ব্র্যান্ড সবসময় তাদের সাথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
বরিশাল থেকে আগত শিক্ষার্থী প্রিয়া খানের বাবা আসলাম খান বলেন, এই রকম অনুষ্ঠানে আসতে পেরে আমি খুব গর্বিত। এখন আমার সন্তান ও আমার কাছে স্বপ্নের মত মনে হচ্ছে। অন্যদিকে আরেক শিক্ষার্থী বলেন, কখনো পড়াশোনা চালিয়ে নিতে পারব, তা ভাবতে পারেননি। কিন্তু আজ আমি সংবর্ধনা পাচ্ছি, যার সম্পূর্ণই আমার বাবার অক্লান্ত পরিশ্রম ও ভালবাসার অর্জন।