নির্বাচন কমিশন আজিজ কমিশনের চেয়েও খারাপ : সুজন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/04/19/photo-1461059066.jpg)
বর্তমান নির্বাচন কমিশন আজিজ কমিশনের চেয়েও খারাপ বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক এ মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে সুজনের পক্ষ থেকে বলা হয়, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী সহিংসতায় প্রাণ গেছে ৫৬ জনের। এসব সহিংসতায় আহত হয়েছেন অন্তত পাঁচ হাজার মানুষ। আর এর মূল দায় কমিশনের।
বদিউল আলম মজুমদার বলেন, ‘সার্বিকভাবে মনে হচ্ছে, আমাদের এই কমিশনই যেন সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা। এরাই সবচেয়ে বড় প্রতিবন্ধক। বস্তুত এরা যেন আজিজ কমিশনকে ছাড়িয়ে গেছে। এই কমিশন আমাদের পুরো প্রক্রিয়াটিকেই ধ্বংস করে দিয়েছে। যেটা আমাদের জন্য একটি অশনিসংকেত। ’
রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না করে দলীয় প্রতীকে ইউপি নির্বাচন করায় মনোনয়ন-বাণিজ্য ও সহিংসতা বেড়েছে উল্লেখ করে সুজনের জাতীয় কমিটির সদস্য মুহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘যদি এ রকম অনিয়ম ও সহিংসতা প্রতিষ্ঠিত হয়ে যায়, গা-সহা হয়ে যায়, তাহলে আগামী ২০১৯ সালের জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে, এমন কোনো সম্ভাবনা কি আপনারা দেখতে পান? না। যদি এ ধরনের নির্বাচন মডেল হয়ে যায়, তাহলে বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ কেমন হবে, সেটা আপনাদের একটু চিন্তা করতে বলি।’
তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হলে অবস্থার কিছুটা পরিবর্তন হতে পারে বলে মনে করে সুজন।
নবম সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনের প্রধান ছিলেন বিচারপতি এম এ আজিজ। তাঁর নেতৃত্বে সেই কমিশন বিতর্কিত হয়েছিল। একপর্যায়ে তিনি সরে দাঁড়ান। তবে সেই কমিশন আজিজ কমিশন নামেও পরিচিত।