জাতীয় কন্যা শিশু দিবস পালিত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/09/30/jaatiiyy-knyaa-shishu-dibs_1.jpg)
আজ ৩০ সেপ্টেম্বর। জাতীয় কন্যা শিশু দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য ‘কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’। দিবসটি ঘিরে নানান কর্মসূচি হাতে নিয়েছে সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থা।
জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহে ২০১২ সাল থেকে প্রতিবছরের ১১ অক্টোবর পালিত হয় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। আর প্রতিবছরের ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক শিশু সপ্তাহ পালন করা হয়। এই শিশু সপ্তাহের দ্বিতীয় দিন, অর্থাৎ ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পালন করা হয় জাতীয় কন্যা শিশু দিবস হিসাবে।
২০০৩ সালে কন্যাশিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় ৩০ সেপ্টেম্বরকে জাতীয় কন্যা শিশু দিবস ঘোষণা করা হয়। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দিবসটি উদযাপনে অধীনস্ত জেলা ও উপজেলা দপ্তরগুলোকে কর্মসূচি গ্রহণের নির্দেশনা দিয়েছে মহিলাবিষয়ক অধিদপ্তর।
পোরশায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত
‘কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’ প্রতিপাদ্যের আলোকে নওগাঁর পোরশায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। আজ সোমবার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক দপ্তরের আয়োজনে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ আদনান। এ সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হুমায়ন কবীর, উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্রকর্তা একেএম ওলিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ভূঞাপুরে আলোচনা সভা
টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ও দ্য হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আমিনা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহমিনা তাবাসসুম, হাঙ্গার প্রজেক্টের সমন্বয়ক, সাংবাদিকসহ বিভিন্ন সমিতির সভানেত্রী ও সদস্যরা উপস্থিত ছিলেন।
মধুপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান
টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কার্যালয় আয়োজিত জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। আজ সকাল ১১টায় মধুপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মধুপুর উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শারমীন সুলতানা সুমির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া।
নাটোর জেলা প্রশাসনে ও শিশু একাডেমিতে আলোচনা সভা
নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০টায় আলোচনা সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মাছুদুর রহমান। সভায় বক্তারা বলেন, দেশের সমৃদ্ধির জন্যে সকলের সমান অংশগ্রহণ প্রয়োজন। এক্ষেত্রে কন্যা শিশুদের যথাযথ ভূমিকায় আসীন করতে হবে। এ লক্ষ্যে প্রয়োজন কন্যা শিশুদের সুরক্ষা প্রদান করা, তাদের প্রতি সব রকমের সহিংসতা এবং নির্যাতন রোধ করা।
সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রওশন আলী, জেলা শিক্ষা কর্মকর্তা মো. সাহাদুজ্জামান, মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শারমিন শাপলা, ‘নীডা’র নির্বাহী পরিচালক জাহানারা বিউটি, ‘আলো’র নির্বাহী পরিচালক শিবলী সাদিক প্রমুখ।
এ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি জেলা কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।
বরিশালে নিউট্রিশন ক্লাবের জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
বরিশালে রহমতপুর মাধ্যমিক বিদ্যালয় নিউট্রিশন ক্লাব উদযাপন করেছে জাতীয় কন্যা শিশু দিবস। অনুষ্ঠানে মূল আলোচনা সভা ছাড়াও শিক্ষার্থীরা যেমন খুশি তেমন সাজো এবং গল্প বলার কার্যক্রমে অংশগ্রহণ করে। নিউট্রিশন ক্লাবের সদস্য, অন্যান্য ছাত্র-ছাত্রী, শিক্ষকরা স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় নারী ব্যক্তিত্বরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কন্যা শিশুদের অধিকার, ক্ষমতায়ন এবং সুস্থতা প্রচারের গুরুত্বকে কন্যা শিশু দিবসে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তর বরিশালের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নি। তিনি বলেন কন্যা শিশুদের অধিকার ও মর্যদা রক্ষায় শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তাসহ বেড়ে ওঠার সব অনুকুল পরিবেশ সৃষ্টিতে সমাজের দ্বায়িত্বশীল ব্যক্তিবর্গের অংশগ্রহণ প্রয়েজন। তিনি শিক্ষার্থীদেরকে বাল্যবিবাহ প্রতিরোধে ১০৯ টোল ফ্রি নম্বরটি স্মরণ করিয়ে দেন।