বাফুফের সভায় যেসব বিষয় জানা গেল
দেশের ফুটবলে এখন নির্বাচনের আমেজ। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন। দীর্ঘ ১৬ বছর পর ইতি ঘটতে যাচ্ছে কাজী সালাউদ্দিন অধ্যায়ের। আগেই জানিয়েছেন, এবারের নির্বাচনে অংশ নেবেন না তিনি। এরই মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আগামী নির্বাচনে সভাপতি পদে লড়ার ঘোষণা দিয়েছেন তরফদার রুহুল আমিন ও তাবিথ আউয়াল।
নির্বাচনকে সামনে রেখে এবং আরও কিছু বিষয় নিয়ে অনুষ্ঠিত হলো বাফুফের কার্যনির্বাহী কমিটির ১১তম সভা। কাজী সালাউদ্দিনের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত সভায় আসে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
নির্বাচনকে সামনে রেখে গঠিত হয়েছে তিন সদস্যের নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে মেজবাহউদ্দিনকে। এর আগের চার নির্বাচনেও তিনি একই দায়িত্বে ছিলেন। তার সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে রাখা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান ও সুপ্রিম কোর্টের আইনজীবী এহসানুর রহমান। সভায় অনুমোদন পেয়েছে আসন্ন নির্বাচনের ১৩৩ জন কাউন্সিলরের তালিকা। আপত্তি থাকায় বাদ পড়েন চারজন।
এসবের বাইরে ফিফা উইন্ডোতে বাংলাদেশ জাতীয় দলের ম্যাচ নিশ্চিত হয়েছে। নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। পাশাপাশি নারী ফুটবল নিয়েও সিদ্ধান্ত এসেছে। চলতি মাসে নেপালে অনুষ্ঠিত হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। সেখানে অংশগ্রহণের জন্য বাজেট অনুমোদন পেয়েছে।
তবে সংশ্লিষ্টরা জানান, এটিই বর্তমান কমিটির শেষ সভা নয়। শিগগির আরও একটি সভা অনুষ্ঠিত হবে। বিভিন্ন বিষয় ও বাজেট সংক্রান্ত ইস্যুতে অনুষ্ঠিত হবে সেই সভা।