বাইশ গজে বিষন্ন বাংলাদেশ
একটি ম্যাচ জিততে কী কী লাগে? সবার আগে বোধহয়, আমরা জিততে পারি—এই মানসিকতা দরকার। বাংলাদেশ ক্রিকেট দল যেকোনো সিরিজের আগে জেতার চেয়ে বেশি জোর দিয়ে যে কথাটি বলে, তা একপ্রকার মুখস্থ বুলি হয়ে গেছে। আমরা ভালো দল, ভালো খেলতে পারি—বাংলাদেশের ক্রিকেটারদের কথাগুলো দিন দিন মলিন হচ্ছে। মাঠের বাইরের ভালো দল মাঠে গিয়ে কেমন যেন চুপসে যায়। সংবাদ সম্মেলনে এসে পরের ম্যাচের প্রস্তুতির কথা শোনায়, পরিকল্পনা বাস্তবায়নের ছক কষে।
ভারতের বিপক্ষে চলমান সিরিজের আগের কথাই ভাবা যাক। পাকিস্তানকে টেস্টে ধবলধোলাই করে রীতিমতো উড়ছিল বাংলাদেশ। গত কয়েক বছরে অন্যান্য সিরিজের চেয়ে ভারত সিরিজে শান্ত-তাসকিনদের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। অথচ, মাঠের খেলায় সেই পুরোনো বাংলাদেশ। চাপের মুখে ভেঙে পড়া, অপ্রয়োজনীয় শট খেলা, টিকে থাকার সময়ে অহেতুক উইকেট বিলিয়ে আসা। বাইশ গজে আদি ও অকৃত্রিম বাংলাদেশ।
ফল যা হওয়ার তা-ই হয়েছে। টেস্টে ভারতের কাছে নাকানিচুবানি খেয়ে ধবলধোলাই। প্রথমটি চার দিন টানতে পারলেও, শেষ টেস্ট পারতপক্ষে আড়াই দিনে কমপ্লিট শাটডাউন! সাদা পোশাকের লজ্জা ঝাড়তে চোখ ছিল রঙিন পোশাকে। টি-টোয়েন্টিতে ভারত বর্তমান বিশ্বসেরা। তাতে কি! এখানেও আত্মবিশ্বাসী বাংলাদেশের একই কথার পুনরাবৃত্তি। ভারতের চেয়ে বরং নিজেদের কিছু জায়গায় এগিয়েও রাখলেন দলের সদস্যরা।
কিন্তু হায়, প্রথম টি-টোয়েন্টি আবারও অভিন্ন চেহারা। তাসের ঘরের মতো ভেঙে পড়া। টেস্ট সিরিজ শুরুর আগে রোহিত শর্মা বলেছিলেন, ‘মজা নিচ্ছে, নিতে দিন। সবাই ভারতকে হারাতে চায়।’ বাংলাদেশের আস্ফালন তার কাছে মজাই মনে হয়েছিল। তারা জানেন, বাইশ গজে কতটা কী করতে পারবে বাংলাদেশ। ভারতেরই বা সামর্থ্য কতখানি।
টি-টোয়েন্টিতে রোহিত নেই। কেউ বলেওনি মজা নেওয়ার কথা। তবে, মাঠে ঠিকই মজা নিলেন হার্দিক পান্ডিয়া। গোয়ালিয়রে রোববার (৬ অক্টোবর) যেমন তাসকিন আহমেদের একটি গতিশীল বাউন্সারকে অনায়াসে মাঠ ছাড়া করেন পান্ডিয়া। আপার কাট করেছেন, বল সোজা পেছনের বাউন্ডারিতে। পান্ডিয়া একবার তাকানওনি, বরং চুইংগাম চিবোচ্ছিলেন আপন মনে। যেন কিছুই হয়নি।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বয়স তো কম হয়নি। এখনও আমরা চোট দল। কালেভদ্রে ম্যাচ জিতি বড়দের বিপক্ষে। এরপর আকাশে প্রত্যাশার ফানুস ওড়াই। সেটি উড্ডয়নের পথেই আলো নিভিয়ে দেয়। আমরা দিশেহারা হয়ে পড়ি। তবু, বলতে ভুলি না—আমরা ভালো দল। আমাদের সামর্থ্য আরও বেশি। কেবল ভুলে যাই, প্রতিফলন ঘটাতে। বাইশ গজে যা সবচেয়ে জরুরি।