অবৈধ পথে ভারতে যাওয়ার পথে আটক ৫
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/12/11/panchagarh_bgb_arrest_pic_2.jpg)
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শিবচণ্ডী সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পথে ভারতের যাওয়ার সময় একই পরিবারের চারজনসহ পাঁচজনকে আটক করা হয়েছে। আজ বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে তাঁদের আটক করা হয়। রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটায়িলনের শুকানী বিওপির সদস্যরা সীমান্তের মেইন পিলার ৭৪০-এর ৩ নম্বর সাব পিলার এলাকা থেকে তাঁদের আটক করেন। এ সময় তাঁদের কাছ থেকে ১৪ হাজার ৭০৭ টাকা ও ৪০৫ ভারতীয় রুপি, একটি স্মার্ট ফোন, তিনটি বাটন ফোন, এক ভরি স্বর্ণালংকার, সাত ভরি রৌপ্যালংকার, দুটি হাত ঘড়ি জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ধন্দুগাঁও এলাকার মনিরাম চন্দ্র বর্মণ (৫১), তাঁর স্ত্রী হিরা রাণী বর্মণ (৩৫), ছেলে রিপন চন্দ্র বর্মণ (২১), মেয়ে পাপড়ি রাণী বর্মন (১৩) ও মনিরামের ভাতিজা নিমাই চন্দ্র বর্মণ (২৩)। তবে মনিরামের মেয়ে পাপড়ি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাঁকে পরিবারের অন্য সদস্যদের হাতে হস্তান্তর করা হয়। এ ছাড়া অপর চারজনকে অবৈধ অনুপ্রবেশের দায়ে তেঁতুলিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাঁরা ঠাকুরগাঁওয়ের এক দালালের মাধ্যমে এক লাখ টাকার বিনিময়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৪৬ ব্যাটালিয়নের মদনবাড়ি ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের বাধা দিয়ে বিজিবির শুকানী ক্যাম্পকে জানায়। পরে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করে ক্যাম্পে নিয়ে যান।