সিরিয়ার বাফার জোন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার চায় কাতার
সিরিয়ার বাফার জোন থেকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল থানি। সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে অপসারণের পর গোলান মালভূমির কাছে জাতিসংঘ প্রতিষ্ঠিত ‘বাফার জোন’ দখল করে আইডিএফ। খবর আজ-জাজিরার।
গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দামেস্কে সিরিয়ার নেতা আহমেদ আল শারার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে শেখ মোহাম্মদ এ আহ্বান জানান। তিনি বলেন, ‘ইসরায়েলের বাফার জোন দখল করা একটি বেপরোয়া কাজ। এ অঞ্চল থেকে তাদের অবিলম্বে সরে যেতে হবে।’
কাতার যুদ্ধবিধ্বস্ত অবকাঠামো পুনর্গঠনে সিরিয়ার নতুন প্রশাসনকে সহায়তা দেওয়ার কথা জানিয়ে শেখ মোহাম্মদ বলেন, ‘বিদ্যুৎ খাতসহ অবকাঠামো সচল করতে আমরা প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা দেব এবং আমাদের সিরীয় ভাইদের সঙ্গে ভবিষ্যতে অংশীদারত্ব বাড়াব।’
এ সময় সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বানও জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী।
সিরিয়া জাতিসংঘের বাহিনীকে বাফার জোনে স্বাগত জানাতে প্রস্তুত জানিয়ে আহমেদ আল শারা বলেন, এই অঞ্চলে ইসরায়েলের অনুপ্রবেশের কারণ ছিল ইরানি মিলিশিয়া ও হিজবুল্লাহর উপস্থিতি। তবে দামেস্ক মুক্ত হওয়ার পর তাদের আর কোনো উপস্থিতি নেই। তবুও ইসরায়েল অজুহাত দিয়ে বাফার জোনে ঢুকে পড়ছে।
১৯৭৪ সালে জাতিসংঘের মধ্যস্থতায় পরিচালিত যুদ্ধবিরতির অংশ হিসেবে এই অঞ্চলটিকে আনুষ্ঠানিকভাবে একটি ‘সামরিক নিরস্ত্রীকরণ অঞ্চল’ হিসেবে মনোনীত করা হয়। সিরিয়ার আসাদ সরকারের পতনের পর আহমেদ আল শারার নেতৃত্বাধীন হায়াত তাহরির আল শাম (এইচটিএস) বিদ্রোহী গোষ্ঠী দামেস্কের নিয়ন্ত্রণে নেয়। এ সময় সিরিয়াজুড়ে শত শত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।