ডোমিনিকান রিপাবলিকের কাছে নৌকাডুবিতে ৪ অভিবাসী নিহত, নিখোঁজ ২০

ক্যারিবিয়ান দেশ ডোমিনিকান রিপাবলিকের উপকূলে একটি নৌকাডুবির ঘটনায় চারজন অভিবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও প্রায় ২০ জন নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১১ জুলাই) দেশটির কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।ডোমিনিকান সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, ডুবে যাওয়া নৌকাটি প্রায় ৪০ জন অভিবাসীকে নিয়ে মার্কিন ভূখণ্ড পুয়ের্তো রিকোর দিকে যাচ্ছিল। নৌকাটি থেকে এখন পর্যন্ত ১৭ জন অভিবাসীকে উদ্ধার করা...