মেক্সিকোতে পরিত্যক্ত বাড়ি থেকে ১৭ মরদেহ উদ্ধার

মেক্সিকোর মধ্যাঞ্চলের গুয়ানাজুয়াতো রাজ্যে অপরাধমূলক সহিংসতায় জর্জরিত একটি পরিত্যক্ত বাড়ি থেকে নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধানকারী দল ১৭টি মৃতদেহ উদ্ধার করেছে। গত সোমবার (২৬ মে) রাতে স্থানীয় রাজ্য প্রসিকিউটরের দপ্তর এ তথ্য জানিয়েছে। বুধবার (২৮ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।জানা গেছে, গুয়ানাজুয়াতো রাজ্যের ইরাপুয়াতোতে গত সপ্তাহে মরদেহগুলো শনাক্ত করতে ভূমি-ভেদকারী রাডার...