শপথ অনুষ্ঠানে সাবেক যেসব মার্কিন প্রেসিডেন্ট
মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে দেশটির ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং ফার্স্ট লেডি ও সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন; সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও সাবেক ফার্স্ট লেডি লরা বুশ। আরও ছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা এই অনুষ্ঠানে যোগ দেননি। তিনি গত সপ্তাহেই ঘোষণা দিয়েছিলেন যে এই অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না।
এর বাইরেও দলের সমর্থক ও বিরোধীদলের নেতা এবং দেশে-বিদেশের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক মিলিয়ে প্রায় দুই লাখ লোকের সমাগম হওয়ার কথা রয়েছে। যদিও এবার শপথ অনুষ্ঠানের ঐতিহ্য ভেঙে বিদেশি রাষ্ট্রনেতাদেরও আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প।
মার্কিন যুক্তরাষ্ট্রের ঐহিত্য অনুযায়ী প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট সাধারণত মার্কিন কর্মকর্তা, দেশটির সাবেক রাষ্ট্রপ্রধান ও সাবেক ভাইস প্রেসিডেন্টদের উপস্থিতিতে ক্যাপিটল ভবনের সিঁড়িতে স্থাপিত খোলা মঞ্চে শপথ নেন। আশপাশের খোলা জায়গা থেকে উপস্থিত জনতা এই অনুষ্ঠান সরাসরি প্রত্যক্ষ করেন। কিন্তু এবারের শপথ অনুষ্ঠানে ঐতিহ্য ভেঙে বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে। ফলে অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় না থেকে আন্তর্জাতিক বিষয়ে রূপান্তরিত হয়েছে।
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, প্রায় এক ডজন বিদেশি নেতা ও ব্যবসায়ীদের আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। এর আগে বিদেশি রাষ্ট্রগুলোর শুধু রাষ্ট্রদূত অথবা পররাষ্ট্রমন্ত্রীরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকতেন।