চীনে ৪৩ জনকে হত্যার ঘটনায় দুজনের মৃত্যুদণ্ড কার্যকর
নৃশংস হামলায় অন্তত ৪৩ জনকে হত্যার অপরাধে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে চীন। এর মধ্যে একজন বিবাহ বিচ্ছেদের হতাশায় গাড়ি চাপ দিয়ে অন্তত ৩৫ জনকে হত্যা করে। অন্যজন পরীক্ষায় পাস করতে না পেরে ছুরিকাঘাতে ৮ জনকে হত্যা করে।
গতকাল সোমবার (২০ জানুয়ারি) ফ্যান ওয়েইকু এবং জু জিয়াজিন নামে ওই দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। খবর বিবিসির।
রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের বরাতে প্রতিবেদনে বলা হয়, গতবছর ১২ নভেম্বর ৬২ বছর বয়সী ফ্যান ওয়েইকু তার গাড়ি চালিয়ে দক্ষিণাঞ্চলীয় শহর ঝুহাইয়ের একটি খেলার মাঠের বাহিরে ভিড়ের মধ্যে ঢুকে পড়ে, যার ফলে অন্তত ৩৫ জন নিহত হন। এক দশকের মধ্যে এটিই ছিল চীনের সবচেয়ে প্রাণঘাতী হামলা। পুলিশ জানায়, বিবাহ বিচ্ছেদ নিয়ে হতাশায় ভুগছিলেন ফ্যান।
এর ঠিক দুদিন পরেই ১৪ নভেম্বর পূর্বাঞ্চলীয় শহর উক্সির ইসিং আর্টস অ্যান্ড ক্র্যাফটস ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল কলেজে ২১ বছর বয়সী শু জিয়াজিন ছুরিকাঘাতে ৮ জনকে হত্যা ও ১৭ জনকে আহত করেন। পুলিশ জানায়, শু ঐ কলেজ থেকে পরীক্ষায় পাস করতে ব্যর্থ হন। একই সঙ্গে ইন্টার্নশিপের বেতন নিয়ে অসন্তুষ্ট ছিলেন তিনি।
প্রতিবেদনে আরও বলা হয়, ডিসেম্বর মাসে ঝুহাই ও উক্সি শহরের মধ্যবর্তী জন আদালত এই মৃত্যুদণ্ডের রায় দেয় এবং তা সুপ্রিম পিপলস কোর্ট দ্বারা অনুমোদিত হয়।