চীনা পণ্যের ওপর ১০% শুল্ক আরোপের কথা ভাবছেন ট্রাম্প
রাষ্ট্রপতি হিসেবে প্রথম পূর্ণ কর্মদিবসে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাস থেকেই চীনের তৈরি পণ্য আমদানির ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের কথা বিবেচনা করছি।
ক্ষমতা গ্রহণের একদিন পর গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, ১ ফেব্রুয়ারি থেকে তিনি চীনের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের কথা ভাবছেন।
চীনা পণ্যের ওপর শুল্ক বৃদ্ধির কারণ হিসেবে ট্রাম্পের দাবি, চীন থেকে ব্যথানাশক ফেন্টানাইলের রাসায়নিক উপাদান মেক্সিকো ও কানাডা হয়ে যুক্তরাষ্ট্রের প্রবেশ করে।
ট্রাম্প প্রথম মেয়াদেও চীনা পণ্যে শুল্ক আরোপ করেছিলেন। এবার নির্বাচনী প্রচারণায় তিনি দেশটির পণ্যের ওপর ৬০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন।
এছাড়া মেক্সিকো ও কানাডার পণ্যের ওপরও ট্রাম্প ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়ে রেখেছেন তিনি। ধারণা করা হচ্ছিল, প্রথম দিনেই ট্রাম্প কানাডা ও মেক্সিকোর পণ্যে আমদানি শুল্ক বৃদ্ধি করতে পারেন, যদিও তা হয়নি।
ডোনাল্ড ট্রাম্প মনে করেন, আমদানি পণ্যে শুল্ক আরোপ করলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক লাভ হবে।