যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুজন চীনের নাগরিক
ওয়াশিংটনে ৬৪ জন আরোহী নিয়ে একটি মার্কিন বাণিজ্যিক বিমান এবং একটি সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহতদের মধ্যে দুজন চীনা নাগরিক রয়েছে। গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে বেইজিং। খবর এএফপির।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতি বলেন, প্রাথমিকভাবে যাচাই থেকে জানা গেছে দুর্ভাগ্যবশত এ দুর্ঘটনায় দুই চীনা নাগরিক নিহত হয়েছেন।
মুখপাত্র বলেন, চীন নিহতদের প্রতি গভীর সমবেদনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সহানুভূতি জানিয়েছেন।
মার্কিন কর্তৃপক্ষকে অনুসন্ধান ও উদ্ধার অভিযানের অগ্রগতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে আপডেট প্রকাশের অনুরোধ জানিয়ে মুখপাত্র বলেন, দুর্ঘটনার কারণ দ্রুত স্পষ্ট করার পাশাপাশি পরবর্তী বিষয়গুলো সঠিকভাবে পরিচালনার জন্য মার্কিন কর্তৃপক্ষকে অনুরোধ করছি।
ওই বিবৃতিতে দুর্ঘটনায় নিহত নাগরিকদের সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেনি বেইজিং কর্তৃপক্ষ।
মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ৪০ জনেরও বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উড়োজাহাজে ৬৪ জন ও হেলিকপ্টারে সেনাবাহিনীর তিন সদস্য ছিলেন। এই ৬৭ আরোহীর কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে।