হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর কারাগারে
রাজধানীর মিরপুরে হকার সাগর হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার (২ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান এ আদেশ দেন। এদিন সিএমএম আদালতে আসামিকে কারাগারে পাঠানোর আবেদন করা হলে বিচারক এ আবেদন মঞ্জুর করেন।
এর আগে, গত ২৬ জানুয়ারি দিনগত রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরের দিন তাকে ছয় দিনের রিমান্ডে পাঠানো হয়।
নথি থেকে জানা গেছে, গত ১৯ জুলাই মিরপুর গোলচত্ত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন হকার মো. সাগর। ওই দিন বিকেল ৪টায় তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এ ঘটনায় গত ২৭ নভেম্বর নিহতের মা বিউটি আক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। এ মামলায় শেখ হাসিনাসহ ২৪২ জনকে আসামি করা হয়েছে। মামলার ৩০ নম্বর এজাহারনামীয় আসামি ডা. এনামুর।