চট্টগ্রাম ডিসি পার্কে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, ভাঙচুর
চট্টগ্রাম ডিসি পার্কে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এসময় ব্যাপক ভাঙচুর চালানো হয়। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকে সংঘর্ষ শুরু হয় এবং কয়েক ঘণ্টা ধরে চলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডিসি পার্কের পাশে বিএমডিপোর পণ্যবাহী লরি পার্কিংকে কেন্দ্র করে ডিসি পার্কের কর্মীদের সাথে ট্রাক ও লরি চালকদের একটি গ্রুপের কথা কাটাকাটি হয়। পরে সংঘর্ষের সূত্রপাত ঘটে। একপর্যায়ে ট্রাকযোগে বিপুল সংখ্যক লোক ডিসি পার্কে এসে সংঘর্ষে যোগ দেয়। এরপর লোকজন সেখানে ব্যাপক ভাঙচুর চালায়।
এ সময় ডিসি পার্কের দোকানপাট, দেওয়াল, গেটসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়। পাশাপাশি সড়কে চলাচল করা ও পার্কে থাকা বিভিন্ন যানবাহন ভাঙচুর করা হয়। এ ঘটনায় ডিসি পার্কে আসা শত শত পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ছোটাছুটি করতে গিয়ে গুরুতর আহত হয়।
এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সেনাবাহিনীসহ যৌথবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম জানান, যানবাহন চালকদের কথা কাটাকাটির জের ধরে এ সংঘর্ষের ঘটনা হয়েছে। তবে এটি বাইরের ঘটনা। ডিসি পার্কের সাথে কেউ সংশ্লিষ্ট নয়।
তবে এই ঘটনার পর ট্রাকচালক সমিতির একটি অংশ চট্টগ্রাম বন্দর এলাকায় সড়ক অবরোধ করেছে।