শেখ পরিবারের মালিকানাধীন পাট গোডাউনে হামলা-ভাঙচুর
খুলনার দিঘলিয়ার নগরঘাট এলাকায় শেখ হাসিনার মা ফজিলাতুন্নেছার নামে থাকা পাট গোডাউনে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মিছিল নিয়ে এসে এক দল উত্তেজিত জনতা এ হামলা চালায়।
জানা গেছে, পাকিস্তান আমলে শেখ মুজিবুর রহমান তার সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবের নামে খুলনার দিঘলিয়ার ভৈরব নদের পাশে নগরঘাট এলাকায় ১ একর ৪৪ শতক জমিতে পাট গুদাম ও এক কক্ষের ঘরসহ জমি কেনেন। ওই জমিতে ২০১৬ সালে নতুন করে নির্মাণ করা হয় পাট গোডাউন, যা বর্তমানে ‘শেখ হাসিনার গোডাউন’ নামে পরিচিত।
দিঘলিয়ায় এই জমির ওপর গোডাউন ব্রিটিশ আমলে রেলি ব্রাদার্সের মালিকানাধীন ছিল। পাট গুদাম দেখাশোনা করতেন শেখ মুজিবের ছোট ভাই শেখ আবু নাসের। ২০২৪ সালে নির্বাচনের আগে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা এই গোডাউন পরিদর্শন করেন এবং এই সম্পত্তি শেখ রেহেনার সন্তানদের নামে করে দেন। তবে এই পাট গোডাউন দীর্ঘদিন থেকে কোনো পাট নেই।