নিজামীর রায় কার্যকর যেকোনো মুহূর্তে : ডিএমপি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/05/10/photo-1462903108.jpg)
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি যেকোনো মুহূর্তে কার্যকর করা হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে এ কথা জানান ডিএমপির উপকমিশনার শেখ মারুফ হোসেন।
মারুফ হোসেন জানান, মৃতদেহ কোন দিক দিয়ে নিয়ে যাওয়া হবে সেটা ঠিক করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে।
ফাঁসি কার্যকর করতে কারাগারে প্রবেশ করেছেন ভারপ্রাপ্ত কারা মহাপরিদর্শক, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সিভিল সার্জন ও জেলা সুপার।
এরই মধ্যে নিজামীর স্বজনরা তাঁর সঙ্গে শেষ বারের মতো সাক্ষাৎ করেছেন।