‘আয়নাঘর’ পরিদর্শনে গেলেন প্রধান উপদেষ্টা
পতিত আওয়ামী লীগ সরকারের গোপন কারাগার ‘আয়নাঘর’ পরিদর্শন করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তার সঙ্গে রয়েছেন গুমের শিকার হয়ে আয়নাঘরে বন্দি থাকা ব্যক্তি, স্বজন ও গণমাধ্যমকর্মীরা।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2025/02/12/476856253_600789582806060_4974444597969281389_n.png 687w)
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ বুধবার ঢাকার তিনটি স্থান পরিদর্শন করেছেন, যেগুলো আগে টর্চার সেল ও গোপন কারাগার হিসেবে ব্যবহৃত হতো।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2025/02/12/1_1.jpg 687w)
প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা পরিষদের সদস্য, জোরপূর্বক গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য, ভুক্তভোগী, স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের কর্মীরা রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায় থাকা আয়নাঘর পরিদর্শন করেন।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2025/02/12/aayynaaghr_1.jpg)
গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার আয়নাঘর পরির্শনের সিদ্ধান্ত হয়। গুম হওয়া ব্যক্তিদের আটকে রাখার গোপন স্থান, যা আয়নাঘর নামে পরিচিত। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সকারের আমলে বহু মানুষকে গুম করে আয়নাঘরে আটকে রাখা হতো।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2025/02/12/aayynaaghr_0.jpg)
সম্প্রতি গুম সংক্রান্ত তদন্ত কমিশন প্রধান উপদেষ্টার কাছে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানায়। কমিশনের সদস্যদের আহ্বানেই আয়নাঘর পরিদর্শনে গেলেন ড. ইউনূস।