কুয়েতে চট্টগ্রাম সমিতির মাহফিল
পবিত্র শবে মেরাজ উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে কুয়েতে অবস্থিত চট্টগ্রাম সমিতি।
কুয়েত সিটির গুলশান হোটেলে এ মাহফিলের আয়োজন করা হয়।
সমিতির সভাপতি জাফর আহমদ চৌধুরী মাহফিলে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন আবদুল্লাহ হোসাইন।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন দারুস সুন্নাহ মাদ্রাসার যুক্তরাষ্ট্রের পরিচালক আলহাজ সৈয়দ মুহাম্মদ ইলিয়াছ। বিশেষ অতিথি ছিলেন জামিয়া দার সুন্নাহ মাদ্রাসার যুক্তরাষ্ট্রের সভাপতি ও অধ্যক্ষ মুফতি খালিদ কাওসার শাহনগরি, বাংলাদেশ সমাজকল্যাণ সমিতির সভাপতি আবদুল কাদের মোল্লা, মোরশেদ আলম বাদল, আবুল কালাম আজাদ।
এ ছাড়া ছিলেন সমাজকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল আলম, সাংগঠনিক সম্পাদক কামাল, উছমান, দিদারুল আলম, কিং নাজিমসহ বিভিন্ন সংগঠনের অসংখ্য প্রবাসী।
বক্তারা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে শবে মেরাজের ওপর বিস্তারিত আলোচনা করেন। পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাতে অংশ নেন তাঁরা।