২৪ ঘণ্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন কুড়িগ্রাম
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/05/18/photo-1463571846.jpg)
কুড়িগ্রাম-লালমনির হাট বিদ্যুৎ সংযোগ লাইনে ত্রুটির কারণে ২৪ ঘণ্টা ধরে বিদ্যুৎবিহীন কাটছে কুড়িগ্রামবাসীর। লাইনের ত্রুটি সারতে আরো কয়েক ঘণ্টা লাগবে বলে বিদ্যুৎ অফিসের সূত্রে জানা গেছে।
সামান্য ঝড়ো-বাতাসে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে কুড়িগ্রাম জেলা। এরপর থেকে দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ লাইনে ত্রুটি খোঁজার পর লালমনিরহাট জেলার বুড়ির বাজার এলাকায় লাইনের ত্রুটি ধরা পড়লেও তা সারতে আরো কয়েক ঘণ্টা লাগবে বলে জানিয়েছে কুড়িগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
কুড়িগ্রাম আদর্শ পৌরবাজারের ব্যবসায়ী আব্দুল মান্নান বলেন, ‘সামান্য বৃষ্টি কিংবা বাতাস হলেই বিদ্যুৎ চলে যায় আর আসার খবর থাকে না। বিদ্যুৎ অফিসে ফোন দিলেই বলে লাইনের সমস্যা। এ অবস্থায় কীভাবে ব্যবসা-বাণিজ্য চলতে পারে।’
কুড়িগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, গতকাল সন্ধ্যার সময় ঝড়ো বাতাসে লালমনিরহাটের বুড়ির বাজার এলাকায় বিদ্যুৎ লাইনের ইনস্যুলেটর ছিড়ে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আমরা ত্রুটি সারানোর কাজ করছি। সন্ধার পর সংযোগটি সচল করতে পারব বলে আশা করছি।
খোঁজ নিয়ে জানা গেছে, কুড়িগ্রাম জেলায় বিদ্যুৎ সরবরাহের জন্য নিজস্ব কোনো গ্রিড সাবস্টেশন না থাকায় লালমনিরহাট জেলার গ্রিড সাবস্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তা ছাড়া কুড়িগ্রাম থেকে লালমনিরহাট পর্যন্ত লাইনটি অনেক পুরোনো হওয়ায় প্রায়ই লাইনের সমস্যা দেখা দেয়। আর তখন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এ জেলার মানুষ।
বছরের পর বছর বিদ্যুৎ নিয়ে এমন ভোগান্তি থেকে জেলাবাসীকে মুক্তি দিতে দ্রুত জেলায় আলাদা গ্রিড সাবস্টেশন বসানোর দাবি জেলাবাসীর।