নতুন করারোপ ছাড়াই কুড়িগ্রাম পৌরসভার বাজেট
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/06/14/photo-1465854436.jpg)
নতুন করারোপ ছাড়াই ২০১৬-২০১৭ অর্থবছরের জন্য কুড়িগ্রাম পৌরসভা ৪২ কোটি ৫৭ লাখ ৮২ হাজার ৪৯৬ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার দুপুরে পৌরসভা মিলনায়তনে সচেতন নাগরিক কমিটি ও পৌরসভা যৌথভাবে ‘উন্মুক্ত বাজেট ঘোষণা ও জনগণের প্রত্যাশা পূরণ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে। বাজেট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র আবদুল জলিল।
চলতি অর্থবছরের বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাতে ৪২ কোটি ৫৭ লাখ ৮২ হাজার ৪৯৬ টাকা আয় এবং ৪২ কোটি ৫৭ লাখ ৮২ হাজার ৪৯৬ টাকা ব্যয় ধরা হয়েছে। বাজেট ঘোষণা অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন অ্যাডভোকেট আহসান হাবীব নীলু।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, পৌরসভার সচিব রেজাউল করিম, নির্বাহী প্রকৌশলী কামাল আহমেদ, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, কাউন্সিলর রোস্তম আলী তোতা প্রমুখ।
পরে জনগণের প্রত্যাশা অনুযায়ী নাগরিকদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পৌর মেয়র আবদুল জলিল ও কাউন্সিলররা।