চাকরিজীবন শুরু করুন ব্রিটিশ আমেরিকান টোবাকোতে
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/07/25/photo-1469435179.jpg)
সম্পূর্ণ নতুন প্রার্থীদের চাকরির সুযোগ দিচ্ছে ব্রিটিশ আমেরিকান টোবাকো (ব্যাট)। প্রতিষ্ঠানটিতে ‘গ্লোবাল গ্রাজুয়েট প্রোগ্রাম-মার্কেটিং’-এর আওতায় জনবল সংগ্রহ করা হবে। তাই যাঁরা সম্প্রতি স্নাতক সম্পন্ন করে চাকরি শুরু করতে চাচ্ছেন, তাঁরা এ প্রোগ্রামের মাধ্যমে ব্যাটে চাকরির সুযোগ নিতে পারেন।
যোগ্যতা
ব্যবসায় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রার্থীদের বাংলা ও ইংরেজিতে কথোপকথনে পারদর্শী হতে হবে। প্রার্থীদের পরিশ্রমী, স্বপ্রণোদিত, কাজের স্বাধীনতায় বিশ্বাসী এবং বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করতে আগ্রহী হতে হবে। পাশাপাশি আবেদনকারীদের শিক্ষাজীবনে পাঠক্রমবহির্ভূত বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
প্রার্থীরা নিজেকে যোগ্য মনে করলেই আবেদন করতে পারবেন ব্রিটিশ-আমেরিকান টোবাকোর ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন করা যাবে ১৩ আগস্ট, ২০১৬ তারিখ পর্যন্ত।