রাশিয়ার সঙ্গে ৯০ হাজার কোটি টাকার ঋণচুক্তি সই
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/07/26/photo-1469543889.jpg)
পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে বাংলাদেশকে ১১ দশমিক ৪ বিলিয়ন ডলার বা প্রায় ৯০ হাজার কোটি টাকা ঋণ দেবে রাশিয়া।
আজ মঙ্গলবার এ সংক্রান্ত এক চুক্তি সই হয়েছে। বাংলাদেশ সময় দুপুর ২টায় রাশিয়ার মস্কোতে এই চুক্তি সই হয়।
বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন ও রাশিয়ার পক্ষে দেশটির উপঅর্থমন্ত্রী আনাতোলিয়েভিচ স্টোরচেক চুক্তিতে সই করেন।
পুরো প্রকল্পটি বাস্তবায়নে খরচ হবে প্রায় এক লাখ কোটি টাকা। রাশিয়ার ঋণ ছাড়া অবশিষ্ট প্রায় ১০ হাজার কোটি টাকার জোগান দেবে বাংলাদেশ সরকার।
রাশিয়ার দেওয়া ঋণ শোধের কিস্তি শুরু হবে ২০২৭ সালের মার্চ মাস থেকে। চলবে ২০ বছর ধরে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে, এক হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিট ২০২২ সাল থেকে উৎপাদনে যাবে। পরের বছর চালু হবে একই ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিট।
এর আগে গত বছরের ২৫ ডিসেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণে রাশিয়ার সঙ্গে চুক্তি সই করে বাংলাদেশ। রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান এটমস্ট্রয় এক্সপার্টের পক্ষে প্রতিষ্ঠানটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাবোস্কিম ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম এই চুক্তি সই করেন। চুক্তি অনুযায়ী, বিদ্যুৎকেন্দ্রের নকশা, যন্ত্রাংশ সরবরাহ, পারমাণবিক জ্বালানি সরবরাহ, উৎপাদনসহ বিভিন্ন সেবা দেবে রাশিয়া।