কুড়িগ্রামে বানভাসি মানুষের দুর্ভোগ
কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে প্রতিদিনই বাড়ছে বানভাসি মানুষের দুর্ভোগ। জেলা প্রশাসনের তথ্য মতে, জেলার নয় উপজেলায় ছয় লাখের বেশি মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে।
বানভাসি মানুষ উঁচু বাঁধ ও পাকা সড়কে আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে শুকনা খাবার ও বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। এসব জায়গায় মানুষের সঙ্গেই আছে গবাদি পশু। দুর্গত মানুষদের অভিযোগ, তারা পর্যাপ্ত ত্রাণসামগ্রী পাচ্ছে না।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি দুই সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৯৭ সেন্টিমিটার ও সেতু পয়েন্টে ধরলার পানি বিপৎসীমার ৮৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যাদুর্গতের মাঝে ৫৭৫ মেট্রিক টন চাল, সাড়ে ১৫ লাখ টাকা বিতরণ করা হলেও তা বিপুল বানভাসি মানুষের জন্য অপ্রতুল। বেশির ভাগ বানভাসির ভাগ্যেই ত্রাণ জুটছে না।
জেলার নয় উপজেলায় পানিতে তলিয়ে আছে সাড়ে ৫০০ কিলোমিটার কাঁচা-পাকা সড়ক। এর মধ্যে ৪০ কিলোমিটার নদ-নদীর তীর রক্ষা বাঁধ। বন্ধ করে দেওয়া হয়েছে দুই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান।