কুড়িগ্রামে সংবাদকর্মীদের জঙ্গিবিরোধী মানববন্ধন
কুড়িগ্রামে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সাংবাদিকরা মানববন্ধন করেছে।
আজ সোমবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইনের সংবাদকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সহসভাপতি মো. ইউনুছ আলী, সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, যুগ্ম সম্পাদক আতাউর রহমান বিপ্লব, সাংবাদিক শাহাবুদ্দিন, অলক সরকার, সফি খান, রাজু মোস্তাফিজ, ইউসুফ আলমগীর, তৌহিদুল ইসলাম বকসী, দুলাল বোস, ফজলে এলাহী স্বপন, ওয়াহিদুজ্জামান তুহিন, বাদশাহ সৈকত, জাহিদুল ইসলাম, শাহীন আহমেদ, শাহ আলম, এ বি সিদ্দিক প্রমুখ।
বক্তারা, ৩০ লাখ শহীদের রক্তে অর্জিত এ দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী শক্তিকে প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।