কারাগারে প্রবেশ করেছে ৩টি অ্যাম্বুলেন্স
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/09/03/photo-1472915415.jpg)
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রাত ৮টা ৫০ মিনিটে তিনটি অ্যাম্বুলেন্স প্রবেশ করেছে।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত মীর কাসেম আলীর রায় কার্যকরের গুঞ্জনের মধ্যে আজ শনিবার রাতে এসব অ্যাম্বুলেন্স কারাগারে প্রবেশ করল।
এর আগে কারাগারের প্রধান ফটকের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গাজীপুর জেলার পুলিশ সুপার (এসপি) হারুন অর রশিদ।
এ সময় এসপি বলেন, ‘আজ কারাগার ও আশপাশে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে। এখানে প্রায় ৪০০ থেকে ৫০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছি। পুলিশের সঙ্গে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও রয়েছেন।’
মীর কাসেম আলী কারাগারের ৪০ নম্বর কনডেম সেলে রয়েছেন। তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাননি, তাই যে কোনো সময় কার্যকর করা হতে পারে জামায়াতের এই নেতার মৃত্যুদণ্ড।’
আজ বিকেলে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাঁর সঙ্গে দেখা করে গেছেন পরিবারের সদস্যরা। কারাগারে পৌঁছেছে রায় বাস্তবায়নের নির্বাহী আদেশ। সেখানে অবস্থান করছেন কারা মহাপরিদর্শকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
তবে এখন পর্যন্ত রায় কার্যকরের সময় সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য জানায়নি প্রশাসন।