ছুটি শেষে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম শুরু
ঈদুল আজহা উপলক্ষে টানা আট দিন বন্ধ থাকার পর শুরু হয়েছে দেশের অন্যতম রপ্তানিমুখী বন্দর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম।
আজ রোববার সকাল থেকেই এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়। পণ্যবাহী ট্রাকগুলো মালামাল পরিবহন শুরু করে। ফলে দীর্ঘ বন্ধের পর আবারও প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে গোটা বন্দর।
ঈদ ও সাপ্তাহিক ছুটির কারণে ১০ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বন্দরের কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময়ে এ বন্দর দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।