আ. লীগের সম্মেলনে নিশ্ছিদ্র নিরাপত্তা : আইজিপি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/10/21/photo-1477057994.jpg)
আওয়ামী লীগের সম্মেলনস্থলের চারপাশে সিসি টিভি ক্যামেরায় পর্যবেক্ষণের মাধ্যমে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলনস্থলের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন পুলিশপ্রধান।
আইজিপি বলেন, শুধু সম্মেলনস্থলেই নয় এর চারপাশেও রাজধানীজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে ১০ হাজার পুলিশ সদস্য কাজ করছেন। যেকোনো ধরনের বিশৃঙ্খলাকে মাথায় রেখে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। সম্মেলনের দুদিনে বিভিন্ন সড়কে সাধারণ মানুষের দুর্ভোগের কথা মাথায় রেখে শুধু ভিআইপি চলাচলের আগে-পিছে সংশ্লিষ্ট সড়কগুলো বন্ধ রাখা হবে বলে জানান আইজিপি। অন্য সময়ে রাজধানীর সড়কগুলো বাধাহীন থাকবে বলে জানান তিনি।
আইজিপি বলেন, ‘বাইরে থেকে এখানে আসার জন্য যতগুলো পথ আছে, প্রতিটি পথে আমাদের পুলিশের তল্লাশি ব্যবস্থা থাকবে। আমাদের গোয়েন্দা পুলিশ থাকবে। সাদা পোশাকে পুলিশ থাকবে। এটাকে নিরাপদ করার জন্য যা যা করা দরকার, সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা শহরে কমপক্ষে ১০ হাজার পুলিশ মোতায়েন থাকবে।’